শুক্রবার, মার্চ ২৪, ২০২৩
Homeআন্তর্জাতিককুলের লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ নাবালকের, গুরুতর অসুস্থ শিশুকন্যা

কুলের লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ নাবালকের, গুরুতর অসুস্থ শিশুকন্যা

কুল খাওয়াবে বলে সাত বছরের মেয়েটাকে ডেকে নিয়ে গিয়েছিল বছর তেরোর ছেলেটা। তারপরে আর্তনাদ শুনে সকলে ছুটে এসে দেখে শিশুকন্যার ওপর চরম নির্যাতন (Child Rape) করছে ছেলেটি। মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের প্রমাণ মেলে। শিশুটির অবস্থা গুরুতর।

এই ঘটনা ঘটেছে ভাঙড়ের শাকশহরপুকুর এলাকায়। নির্যাতিতা শিশুটির মা জানিয়েছেন, ওই নাবালকের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠেছিল। তাঁর মেয়ে ও আরও দুটি বাচ্চা খেলছিল। তাদের কুল খাওয়াবে বলে ডেকে নিয়ে যায় ওই ছেলেটি। মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে এলাকার লোকজন ছুটে এলে পালিয়ে যায় ছেলেটি।

লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত নাবালককে আটক করেছে পুলিশ। আগামিকাল আদালতে তোলা হবে। এর আগে ওই নাবালকের বিরুদ্ধে একাধিকবার এমন ঘটনা ঘটানোর অভিযোগ আছে বলে স্থানীয় সূত্রে খবর।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -