বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeজাতীয়কৃষকদের থেকে ধান কিনে চাল আমদানি বন্ধের সুপারিশ

কৃষকদের থেকে ধান কিনে চাল আমদানি বন্ধের সুপারিশ

নিউজ ডেস্ক: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কৃষকের স্বার্থসংরক্ষণে সরাসরি তাদের কাছ থেকে ধান ক্রয় ও চাল আমদানি বন্ধের সুপারিশ করা হয়েছে। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে স্বচ্ছতার সঙ্গে ধান সংরক্ষণ করার সুপারিশও করা হয়।

কমিটির সদস্য খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ধীরেন্দ্র দেবনাথ শমভু, মো. আয়েন উদ্দিন এবং আতাউর রহমান খান অংশগ্রহণ করেন। সভায় খাদ্যে ভেজাল প্রতিরোধে ভেজাল বিরোধী অভিযান সারা বছর অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -