শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeজাতীয়খালেদার গাড়িবহরে হামলার নিন্দা কাদের সিদ্দিকীর

খালেদার গাড়িবহরে হামলার নিন্দা কাদের সিদ্দিকীর

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

রবিবার দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে কাদের সিদ্দিকী বলেন, প্রকাশ্য দিবালোকে দেশের সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে এরকম আক্রমণ গণতন্ত্রের জন্য অশনি সংকেত।

একইসঙ্গে সফরসঙ্গী বিভিন্ন সংবাদ মাধ্যমের গাড়িতে ন্যক্কারজনক হামলারও তিনি তীব্র প্রতিবাদ জানান তিনি।

অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তিনি সরকারের কাছে জোর দাবি জানান।

উল্লেখ্য, শনিবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সহায়তা উপলক্ষে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একাধিকবার তার গাড়িবহরে হামলা চালানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -