সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeআন্তর্জাতিকখালেদা জিয়ার চিকিৎসা দেখভাল করবেন পুত্রবধু ডা. জোবায়দা

খালেদা জিয়ার চিকিৎসা দেখভাল করবেন পুত্রবধু ডা. জোবায়দা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সাজা থেকে ছয়মাসের জন্য মুক্তি পাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার দেখভাল করবেন পুত্রবধু ডা. জোবায়দা রহমান। এখন থেকে বাসাতেই তার চিকিৎসা সেবা দেওয়া হবে বলেও জানান ছোট বোন সেলিমা ইসলাম।
বৃহস্পতিবার থেকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন খালেদা জিয়া। পারিবারিক কিংবা দলীয় কেউ এ সময় তার সঙ্গে দেখা করতে পারবে না। তবে পুত্রবধু ডা. জোবায়দা রহমান খালেদা জিয়ার শরীরের যাবতীয় খোঁজখবর রাখবেন। তাকে সহযোগিতা করবে দলীয়ভাবে গঠিত চিকিৎসা বোর্ড।
খালেদা জিয়ার ছোট বোন জানান, উনার তো শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে পারছেন না, উঠে দাঁড়াতে পারছেন না। হাঁটতে পারছেননা, বসে থাকতেও বেশিক্ষণ পারছেন না, গায়ে হাত দিলেই ব্যথা লাগছে তার। খাওয়া দাওয়াও করতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে। মুভ করানোর মতো অবস্থা নাই। তারও মতামত বাসাতেই থাকবেন।
বুধবার প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণ শেষে আগের চিকিৎসা অব্যাহত রাখার পাশাপাশি ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেয় ৬ সদস্যের মেডিকেল বোর্ড। পরিবার ও দলীয় নেতাকর্মীদের দেখার পর মানসিকভাবে অনেকটাই চাঙা হয়ে উঠেছেন বলে জানালেন বিএনপির ভাইস চেয়াম্যান ডা. এ জেড এম জাহিদ।
তিনি বলেন, কোয়ারেন্টাইনে যে সমস্ত প্যারামিটার থাকে সেগুলো দেখার জন্য উনার ব্যক্তিগত চিকিৎসক আছেন, নার্স আছে। তারাই উনাকে দেখাশোনা করবেন। বিএসএমএমইউ-তে যে চিকিৎসা দেয়া হচ্ছিল সেগুলোই কিছুটা মডিফাই করে ঠিক করা হয়েছে। বাকিটা একই আছে। মানসিকভাবে পরিবারের সদস্যদের কাছে পেয়ে হয়তো কিছুটা ভালো আছেন, শারীরিকভাবে কিন্তু তিনি সত্যিই খুব খারাপ অবস্থায় আছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -