নিউজ টাঙ্গাইল ডেস্ক: আগামী কাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষনাকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলার অভ্যান্তরে যাতে কোন প্রকার সহিংসতা, মারামারি, ভাংচুর, অগ্নিসংযোগ ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর নিয়মিত টহল জোরদার সহ বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারী রাখা হয়েছে। টাঙ্গাইল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ টহল, তল্লাশী ও নজরদারী অব্যাহত থাকবে।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিবি-৩ কমান্ডার এএসপি খলিলুর রহমান বলেন,বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যাতে কোন রকম নাশকতা না করতে পারে সে ব্যাপারে র্যাব সবসময় সতর্ক থাকবে। টাঙ্গাইলে নাশকতার কোন সম্ভবনা নেই এবং যদি কেউ নাশকতার করার চেষ্টা করে তাহলে কঠোর ভাবে দমন করা হবে। আজকেসহ আগামীকাল বা পারবর্তী সময় র্যাব শক্তিশালী ভাবে মাঠে থাকবে।