গণতন্ত্র সে কোথায় ……কাজী জুবেরী মোস্তাক

0
180

গণতন্ত্র সে কোথায়

…..কাজী জুবেরী মোস্তাক

স্বপ্ন সাধের গণতন্ত্র আজ ঝুলে আছে

কখনো ফেলানী সীমান্তের কাঁটাতারে ,

কখনো আদরের ছোট বোন তনু হয়ে

নির্জন জঙ্গলে রক্তাক্ত পড়ে থাকছে ৷

 

গণতন্ত্রের আজ দেখা মেলাটাই ভার

গণতন্ত্র নামে চলে গলাবাজি নেতার ,

গণতন্ত্র স্লোগানে গঠিত হয় সরকার

ক্ষমতা পেলেই শুরু হয় অপব্যবহার ৷

 

সাধের গণতন্ত্রের আজ দেখা মেলে

শুধুই নেতা-নেত্রীর ঝড়ো স্লোগানে ,

নয়তো সংবিধানের পাতা উল্টিয়ে

বাস্তবেতো সে কবে পালিয়ে গেছে ৷

 

গণতন্ত্র ঝলসানো শরীরে পড়ে থাকে

কোন এক বার্ণ ইউনিটের বারান্দাতে ,

নয়তো নিরপরাধ এক বিশ্বজিত হয়ে

পড়ে থাকছে পথের ধারে রক্তাক্ত হয়ে ৷

 

গণতন্ত্র সেতো আজ শুধুই ফাঁকা মন্ত্র

গণতন্ত্রের মুখোশে চলে শুধুই ষড়যন্ত্র ,

আর মনে-মনে বাসনা একনায়কতন্ত্র

গণতন্ত্র আজ চাবি দেওয়া একটা যন্ত্র ৷

 

সতন্ত্রতা হারিয়ে গেছে সাধের গণতন্ত্রে

মুখ থুবড়ে পরেছে সে গভীর ষড়যন্ত্রে ,

গণতন্ত্র সেতো পরিণত একনায়কতন্ত্রে

রুপ নিয়েছে সে আজ এক শাসনতন্ত্রে ৷

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।