করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরে দুই ব্যক্তি মারা গেছেন। তারা হলেন আব্দুর রহিম (৭০) ও মাঈনুল হোসেন (৫৫)। শুক্রবার (১২ জুন) সন্ধ্যার পর তাদের মৃত্যু হয়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান জানান, টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার আব্দুর রহিম গত কয়েকদিন ধরে
জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে ৯ জুন তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।
এদিকে, টঙ্গীর আউচপাড়া এলাকার মাঈনুল হোসেন করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১১ জুন) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে আইসিউ’তে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।