নিউজ টাঙ্গাইল ডেস্ক: গাজীপুর শহরের পূবাইল এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে একজনকে হত্যা করা হয়েছে।
নিহত আবুল কাসেম জনি (২৭) শহরের নারায়ণপুর এলাকার আবুল কালামের ছেলে। জনি কাঁচামাল কেনাবেচা করতেন।
শুক্রবার ভোরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভুঁইয়া জানিয়েছেন।
নিহত জনির বাবা আবুল কালাম বলেন, শুক্রবার ভোরে কে বা কারা জনির মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে ফেরেনি। সকাল সাড়ে ৭টার দিকে খবর আসে স্থানীয় আব্দুস সালামের মুরগির খামারের সামনে ধানক্ষেতে তার রক্তাক্ত লাশ পড়ে রয়েছে।
“আমার জানামতে তার সঙ্গে কারুর শত্রুতা ছিল না।”
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভুঁইয়া বলেন, “তার মাথার পেছেনে ও হাতের কুনইতে জখম রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।