গাজীপুরের কালীগঞ্জে রাস্তা থেকে তুলে নিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পরে সোমবার বিকেলে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত সোহেলকে (৩২) গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে আদালতে পাঠায় পুলিশ। আর নির্যাতনের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠায়।
অভিযুক্ত সোহেল কালীগঞ্জ পৌরসভা ২নং ওয়ার্ড তুমলিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। এক সময় দড়িপাড়া রেলওয়ে ক্রসিংয়ে কাজ করতেন সোহেল। সোহেল এলাকায় বখাটে, উচ্ছৃঙ্খল ও লম্পট প্রকৃতির লোক হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ওই প্রতিবন্ধী তরুণী তুমলিয়া স্কুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় সোহেল তাকে একা পেয়ে টেনে-হিঁচড়ে পাশের একটি পাট ক্ষেতে নিয়ে যান এবং গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন। এর আগেও তিনি বিভিন্ন সময় ওই বুদ্ধি প্রতিবন্ধি তরুণীর গায়ে হাত দিয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, নির্যাতনের শিকার ওই তরুণীর বাবার অভিযোগের প্রেক্ষিতে থানায় ধর্ষণ মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।
সকালে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং গ্রেপ্তার সোহেলকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।