রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
Homeতথ্যপ্রযুক্তিগাড়ির চাকার রঙ কালো হয় কেন? জেনে নিন

গাড়ির চাকার রঙ কালো হয় কেন? জেনে নিন

অনলাইন থেকে: পৃথিবীতে বিভিন্ন রঙের গাড়ি আছে। কোনটা সাদা, কোনোটা কালো, কোনোটা লাল। কিন্তু সব গাড়িরই চাকার রঙ কালো। কেন গাড়ির চাকার রঙ কালোই হয়। কখনো ভেবেছেন কি?

আজ যদিও সব গাড়ির চাকার রঙ কালো, কিন্তু আগে তেমনটা ছিল না। প্রায় ১২৫ বছর আগে গাড়ির চাকার রঙ হত সাদা। টায়ারের এই সাদা রঙকে আভিজাত্যের প্রতীক বলে মনে করা হত।

টায়ার তৈরি হয় রাবার দিয়ে, যার রঙ হয় হালকা ধূসর। এর সঙ্গে টায়ার মজবুত করতে মেশানো হত জিঙ্ক অক্সাইড। যার ফলে টায়ারের রঙ হয়ে যেত সাদা।

কিন্তু রাবারের সেই চাকাগুলো হত দুর্বল, খুব বেশি ওজন নিতে পারত না। ক্ষয়প্রবণ এবং তাপের প্রতি অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল। এই কারণে বেশি ভারে এবং তাপমাত্রায় রাবারের বিকৃতি ঘটত। কাজেই টায়ার তৈরির সময় রাবারের সঙ্গে উপযোগী রাসায়নিক যোগ করা শুরু হয়, যা রাবারের তাপ সহনশীলতা, ক্ষয়রোধ ও ভার বহনের ক্ষমতা বাড়ায়।

টায়ারকে আরও মজবুত ও টেকসই করতে যোগ করা শুরু হল কার্বন ব্ল্যাক। কিন্তু এটি রাবারের প্রাকৃতিক ধূসর সাদাটে রঙকে কালো করে দেয়। এ জন্যই টায়ারের রঙ কালো।

কার্বন ব্ল্যাক ব্যবহারে টায়ারের কর্মক্ষমতা বাড়ে। আগে যেসব টায়ারে কার্বন ব্ল্যাক ব্যবহার করা হতো না, সেগুলো পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত ঠিকঠাক চলত। কার্বন ব্ল্যাক ব্যবহার শুরু করার পর টায়ারগুলো প্রায় ৫০ হাজার কিলোমিটার চলে।

কার্বন ব্ল্যাক ব্যবহারের পেছনে অন্য আরেকটি কারণও রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় বুলেট তৈরিতে প্রচুর পরিমাণে জিংক অক্সাইড দরকার ছিল। তাই টায়ার প্রস্তুতকারক সংস্থাগুলো জিংক অক্সাইডের পরিবর্তে কার্বন ব্ল্যাক ব্যবহার শুরু করতে বাধ্য হয়ে। সেই থেকেই টায়ারের রঙ কালো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -