নিউজ টাঙ্গাইল ডেস্ক: বিচারবহির্ভূত হত্যা ও অপহরণের প্রতিবাদে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্থানীয় শহীদ মিনারের সামনে জেলা বিএনপির উদ্যোগে ঘন্টা ব্যাপি তিন শতাধিক নেতা কর্মিরা এই মানববন্ধনে অংশ নেয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামসুল আলম তোফা, সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ্,মাহমুদুল হক শানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান শফিক, জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফ পাহেলী, টাঙ্গাইল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সুমন সহ জেলা বিএনপি থানা ও শহর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।