শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeখেলাধুলাগেইলকে টপকে শীর্ষ রানের দখলে মুশফিক

গেইলকে টপকে শীর্ষ রানের দখলে মুশফিক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের খেলায় রানের দিক দিয়ে গেইলকে টপকেছেন মুশফিকুর রহিম। সর্বশেষ ম্যাচে ৬৭ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি গেইলকে টপকে যান।

বাংলাদেশ ও উইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজে আগে গেইল ছিল সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে এখন তাকে টপকে শীর্ষে অবস্থান করছেন মুশফিকুর রহিম।

২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মুশফিক ১৮টি ম্যাচ খেলে গড়ে ৪০ রান করে মোট ৬০৩ রান করেছেন। অন্যদিকে ২০ ম্যাচে গড়ে ৩২ রান করে মোট ৫৮৮ করে দ্বিতীয় অবস্থান ক্রিস গেইলের।

তালিকার তিনে উইন্ডিজের মারলন ও চারে তামিম ইকবালের অবস্থান ১৮ ম্যাচে ৫২০ রান করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -