নিউজ টাঙ্গাইল ডেস্ক: গোপালপুরে করোনা ভাইরাসে আক্রান্ত দুই যুবলীগ নেতাসহ তিন জনকে করোনা জয় করায় ছাড়পত্র প্রদান করা হয়েছে।
ছাড়পত্র গ্রহীতারা হলেন, গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগর এবং উপজেলার ডুবাইল গ্রামের মো. আবুল কাশেম।
আজ রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আলিম আল রাজী তার কার্যালয়ে, ফুল ও ফলমূলাদি দিয়ে শুভেচ্ছা জানানোসহ তাদের হাতে ছাড়পত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, থানা তদন্ত কর্মকর্তা মো. কাইয়ুম সিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, শহর যুবলীগের সম্পাদক রাসেল কবীরসহ সাংবাদিক, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।