নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে পৃথক স্থানে দুই ট্রাক চাপায় সরম্বতী দেবনাথ (৫৭) ও শিশু সিয়াম (৮) নামে দুইজন নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলার মির্জাপুর উত্তরপাড়া ও দুপু্রে ধোপাকান্দি ইউনিয়নের ভূটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিয়াম উপজেলার মির্জাপুর উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে এবং
সরম্বতী দেবনাথ পাশ্ববর্তী মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের সুভাষ দেবনাথের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ভূটিয়া এলাকায় একটি অনুষ্ঠান শেষে মধুপুর যাওয়ার সময় অটো থেকে সরম্বতী দেবনাথ পড়ে যায়। এসময় পেছন দিক থেকে আসা একটি ট্রাকে পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে, সকালে মির্জাপুর উত্তরপাড়া এলাকায় শিশু সিয়াম অটো থেকে নেমে দৌঁড়ে রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কায় আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই শিশুর মৃত্যু হয়।
এ ঘটনায় গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত নারী ও শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।