নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে পুলিশসহ আটজন আহত হয়। শুক্রবার দুপুর আড়াইটায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের আভুঙ্গী মোড়ে সমাবেশ শুরু করে। এসময় পুলিশ বাধা দিলে ধাওয়া, পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, নাশকতার আশঙ্কায় সমাবেশে বাধা দিলে বিএনপির কর্মীরা পুলিশের উপর চড়াও হয়। তাদের হামলা ও ইটপাটকেল নিক্ষেপে এসআই আব্দুল হাইসহ চার পুলিশ আহত হয়। এদের মধ্যে মাথায় গুরুত্বর আঘাত পাওয়া কনস্টেবল শাহীন আলমকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য চার জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপিকর্মী লাবলু মিয়া, ইসমাইল হোসেন ও ফিরোজ আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল জানান, পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিলে কর্মীরা উত্তেজিত হয়। তখন তাদের উপর লাঠিচার্জ শুরু করলে উত্তেজনা দেখা দেয়। পুলিশের হামলায় তিন বিএনপিকর্মী আহত হয় বলে তিনি দাবি করেন।