সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ

গোপালপুরে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ

 

 

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও দুস্থ ৮৯টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমিনের সভাপতিত্বে গতকাল রবিবার উপজেলা হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে এসব ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার।

 

অন্যান্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) মো. আহম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এসময় ১শত ৪১বান্ডিল ঢেউটিন ও ২লাখ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -