বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে মা-মেয়ে করোনায় আক্রান্ত

গোপালপুরে মা-মেয়ে করোনায় আক্রান্ত

নিউজ টাঙ্গাইল ডেক্স: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাবা-ছেলের পর এবার মা-মেয়েসহ নতুন করে চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ জনে। ইতিমধ্যে পুরোপুরি সুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র গ্রহণ করেছেন ১০ জন।

আক্রান্তরা হলেন– পৌরশহরের নন্দনপুরের নূর ইসলামের স্ত্রী রমিছা বেগম (৫০) ও মেয়ে ফারিয়া (১৭), একই এলাকার আবদুল লতিফের ছেলে শরিফুল ইসলাম এবং হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে লিটন মিয়া (৩৬)।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে মা-মেয়েসহ চারজনের নমুনায় কোভিড-১৯ পজিটিভ আসে।

এর আগে গত ৯ জুন ওই পরিবারে বাবা নূর ইসলাম (৬০) ও ছেলে মো. রাকিব (২৭) একসঙ্গে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, স্বাস্থ্যবিধি অনুযায়ী আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করাসহ সরকারি নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -