সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে সেচপাম্পের টিউবওয়েল স্পর্শে জোবেদা বেগম নামে ৮০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃদ্ধা জোবেদা বেগম উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে আজগড়া গ্রামের হাজী আব্দুল মান্নানের স্ত্রী।
আজ শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার ওই গ্রামে এই ঘটনা ঘটে।
পরিবার জানান, কৃষি জমিতে পানি দেয়ার জন্য ওই বৃদ্ধের ছেলে মোস্তাফিজুর রহমানের সাথে বাড়ীর পাশে নিজেদের বিদ্যুতচালিত সেচপাম্পে যায়। সেচপাম্পের টিউবওয়েলে স্পর্শ করার সাথে সাথে বৃদ্ধা জোবেদা বেগম বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এলাকার পার্শ্ববর্তী এক পল্লী চিকিৎকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার তদন্ত কর্মকর্তা কাউয়ুম খান সিদ্দিকী জানান, বিদ্যুৎ স্পর্শে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। তাদের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, এ বিষযে কোন অভিযোগ না থাকায় বৃদ্ধা নারীর মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এফএস/এন টি/গো
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।