নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত ঘনকুয়াশার কারণে টাঙ্গাইলের মির্জাপুর ও ভূঞাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
মির্জাপুর: ঘনকুয়াশার কারণে সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পোষ্টকামুরী চরপাড়া, দুল্যা, ইচাইল, কুরনী, শুভূল্যা ও ধল্যা নামকস্থানে এসব দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্স, মালভর্তি ট্রাক, পিকআপ, প্রাইভেট, যাত্রীবাহী বাসসহ কমপক্ষে ১৬টি যানবাহন দুর্ঘটনা কবলিত হয়। এতে অজ্ঞাত এক ব্যক্তির প্রাণহানির খবর পাওয়া যায়।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় মহাসড়কের ধল্যা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাসের হেলপার। তার মরদেহ থানায় নেওয়া হয়েছে। তবে পরিচয় পাওয়া যায়নি।
এ নিয়ে কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে
একই দিন সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুর চরপাড়া এক কিলোমিটারে অন্তত ১৬টি ঘটনা ঘটেছে।এ ঘটনায় অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। এছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
ভূঞাপুর: এদিকে, ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুড়া এলাকায় ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে ইশরাক (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ইশরাকের বাবা আবু সাঈদ (৫০) ও সোলায়মান (৫৫) নামে আরও ২ জন আহত হয়েছে। নিহত ইশরাক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার থল গ্রামের আবু সাঈদের ছেলে। সোলায়মান কুষ্টিয়া ভেড়ামারা মল্লুক চাঁনের ছেলে। সে যমুনা ফার্টিলাইজার সার কারখানা কর্মরত ছিল বলে জানা যায়।
এ বিষয়টি ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম নিশ্চিত করে তিনি জানান, সকালে ইশরাক তার বাবার সাথে সরিষাবাড়ী থেকে সিএনজিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে ভর্তি হতে যাচ্ছিলেন।
তিনি জানান, পথিমধ্যে জগৎপুড়া এলাকায় পৌঁছলে ড্রামট্রাকের সংঘর্ষে ইশরাক মারা হয়। এতে আহত হয় তার বাবাসহ আরও এক সিএনজি যাত্রী। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ট্রাক জব্দ করা গেলেও ঘাতক চালক পালিয়ে যায়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।