শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeজাতীয়ঘাটাইলকে ৩-১ গোলে হারিয়ে সখিপুর সেমিফাইনালে

ঘাটাইলকে ৩-১ গোলে হারিয়ে সখিপুর সেমিফাইনালে

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হ্যাবিট-সৃষ্টি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে সোমবার (২০ নভেম্বর) বিকালে সখিপুর উপজেলাকে ৩-১ গোলে ঘাটাইল উপজেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।

খেলার শুরু থেকেই দুদলই আক্রমন পাল্টা আক্রমন করে খেলতে থাকে। ৩৬ মিনিটে সখিপুর উপজেলার কাউন্টার অ্যাটাকে ডি-বক্সের ভিতর থেকে সহজেই গোলরক্ষককে পরাস্ত করে(১-০)। দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘাটাইল গোল পরিশোধের জন্য চাপ দিতে থাকলে ৪৭ মিনিটের সময় আবারো গোল হজম করে। সখিপুর উপজেলার সবুজ গোল করে (২-০) ব্যবধান বাড়িয়ে নেয়। ঘাটাইল উপজেলা একচেটিয়া খেলতে থাকলে খেলার ৫৮ মিনিটে ঘাটাইলের স্টাইকার জয় গোল করে (২-১) ব্যবধান কমিয়ে আনেন। ঘাটাইল উপজেলা খেলায় সমতা আনার জন্য আক্রমন করে খেলতে থাকলে কাউন্টার অ্যাটাকে সখিপুরের রাশেদ গোল করে(৩-১) জয় নিশ্চিত করে।

আগামি ২৩ নভেম্বর বিকালে দলটি দ্বিতীয় সেমিফাইনালে ভূঞাপুর উপজেলার মুখোমুখি হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -