রবিবার, মার্চ ২৬, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে অবৈধ সীসা তৈরির কারখানা উচ্ছেদ ,৩১৫ পিচ সীসা বার জব্দ

ঘাটাইলে অবৈধ সীসা তৈরির কারখানা উচ্ছেদ ,৩১৫ পিচ সীসা বার জব্দ

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘীর আমবাগান নামক স্থানে পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী ০২ (দুটি) কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সোমবার জেলা প্রশাসন, টাঙ্গাইল ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়-এর যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

জানা যায়, উপজেলার সাগরদিঘীর আমবাগান নামক স্থানে পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী ০২ (দুটি) কারখানা ভ্যেকু দিয়ে কারখানার সকল স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ৩১৫ পিচ সীসা বার জব্দ করা হয়েছে। অভিযানের সময় কারখানার মালিক/স্বত্বাধিকারী কেউ উপস্থিত না থাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কোনো প্রকার জেল/জরিমানা করা সম্ভব হয়নি। উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশ, টাঙ্গাইল ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -