বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঘাটাইলে আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জয়বাংলা শ্লোগানে মুখরিত হওয়ার মধ্য দিয়ে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । মঙ্গলবার ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জিবিজি বিশ্ববিদ্যালয় মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা এ্যাডঃ শাহেনশাহ্ সিদ্দিকী(মিন্টু), উপজেলা আওয়ামীলীগের নেতা দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, লোকের পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম,আনেহলা ইউপি চেয়ারম্যান শাহ্জাহান তালুকদার, ২নং ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দার আলী,সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হেকমত শিকদার সহ ১৪ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক ছাড়াও আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন ।

পরে বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে একটি দৃষ্টি নন্দন মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -