ঘাটাইলে আওয়ামীলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে ঘাটাইল আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী ঘাটাইল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে ঘাটাইল আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে আলোচনা সভায় বত্তৃতা করেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এড.এস আকবর খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম মিয়া, যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মাসুদুর রহমান আজাদ, পৌর মেয়র ও যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান খান,তানভীর রহমান সিএ, নয়নউদ্দিন যুবলীগ আহ্বায়ক সরোয়ার আলম রুবেল,শহিদুল ইসলাম শহিদ, ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।