সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

ঘাটাইলে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলে এক হাজার একশ বিশ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার উত্তরপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় মাদকবিক্রির নগদ তিন হাজার পাঁচশ টাকা ও ১০টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঘাটাইল উত্তর পাড়ার পলাশ ও তার স্ত্রী মুক্তা।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ঘাটাইল উত্তর পাড়ার পলাশ ও তার স্ত্রী মুক্তা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদে ভোরে তাদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -