টাঙ্গাইলের ঘাটাইলে এক হাজার একশ বিশ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার উত্তরপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় মাদকবিক্রির নগদ তিন হাজার পাঁচশ টাকা ও ১০টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ঘাটাইল উত্তর পাড়ার পলাশ ও তার স্ত্রী মুক্তা।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ঘাটাইল উত্তর পাড়ার পলাশ ও তার স্ত্রী মুক্তা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদে ভোরে তাদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।