ঘাটাইল আবেদা (৬০) নামের এক বৃদ্ধা মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাতে তার নিজ বাড়ির একটি গাছে ঝুলে সে আত্নহত্যা করে। সে ঘাটাইলের অদুরে মধ্য বানিয়া পাড়া গ্রামের আনছার আলীর স্ত্রী । কি করনে আত্নহত্যা করেছে তা সঠিক করে কেউ কিছু বলতে না পাড়লেও সে মানসিক রোগে ভোগ ছিল বলে তার ছেলে ওমর আলী দাবি করেন।