মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeঅপরাধঘাটাইলে দুই শিশুকে বলাৎকার: ২ মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

ঘাটাইলে দুই শিশুকে বলাৎকার: ২ মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

ফরমান শেখ:  টাঙ্গাইলের ঘাটাইলের একটি হাফিজিয়া মাদরাসা থেকে বলাৎকারের অভিযোগে দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তাদের মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। বলাৎকারের শিকার দুই শিশু ওই মাদ্রাসার হেফজ খানার ছাত্র।
গ্রেপ্তারকৃত শিক্ষকরা হলেন- গোপালপুর উপজেলার শরিয়তপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল (২২)। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপ পরিদর্শক মো. মতিউর রহমান জানান, বলাৎকারের শিকার শিশুরা নির্যাতনের বিষয়টি পরিবারকে জানালে পরিবার থানায় অভিযোগ জানায়। পরে মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক রমিজুল ও খায়রুলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এ বিষয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -