ঘাটাইলে নতুন করে আরও দুইজন করোনা আক্রান্ত

0
168

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে নতুন করে আরও দুইজন করোনা ভাইরাস পজেটিভ হয়েছেন।

সোমবার (২৯ জুন) নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা মো: মমিনুল হাসান হিমেল।

তিনি জানান, নতুন করে করোনা ভাইরাস পজেটিভ হওয়া ওই দুই ব্যক্তির একজনের নাম মশিউর হক (৪৪)। তার বাড়ী ঘাটাইল পৌরসভার রতনপুর এলাকায়। তিনি ঢাকায় চাকুরীকালীণ সময়ে করোনা উপসর্গ নিয়ে ঘাটাইলে নিজ বাড়ীতে এসেছেন। গত ২০ জুলাই তিনি ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে ফলাফল আসে তিনি করোনা ভাইরাস পজেটিভ।

নতুন করে করোনা ভাইরাস পজেটিভ হওয়া ওই দুই ব্যক্তির আরেকজনের নাম নুর রহমান (৫৫)। তার বাড়ী ঘাটাইল ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় চাকুরীকালীণ সময়ে করোনা উপসর্গ নিয়ে ঘাটাইলে নিজ বাড়ীতে এসেছেন। গত ২০ জুলাই তিনি ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে ফলাফল আসে তিনি করোনা ভাইরাস পজেটিভ।

তিনি আরও জানান, নতুন করে করোনা ভাইরাস পজেটিভ হওয়া দুজনেই ঢাকা গাজীপুর এলাকায় থেকে করোনা আক্রান্ত হয়েছেন। এই দুজন নিয়ে ঘাটাইলে করোনা পজেটিভ হলেন ২৪ জন । বর্তমানে তারা নিজ বাড়ীতে আইসোলেশনে আছেন। তাদের শারীরিক অবস্থা ভালো বলে সর্বশেষ জানা গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।