নিউজ টাঙ্গাইল ডেস্ক:
ঘাটাইলে নিখোঁজের দুই দিন পর আঃ মান্নান (৫০) নামে এক ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ঘাটাইল-ভুয়াপুর সড়কের বানরখালি সেতুর নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ঘাটাইল পৌরসভাধীন উত্তরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, আঃ মান্নান গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। নিকটআতœীয় স্বজনের বাড়িতে খোঁজা-খুজি করে কোথাও তাকে না পাওয়া যাচ্ছিল না। গত ২ দিন যাবৎ তার সন্ধান চেয়ে ঘাটাইল পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। বৃহস্পতিবার সকালে ঘাটাইল-ভূয়াপুর সড়কের বানরখালি সেতুর নীচ থেকে তার লাশ ভাসতে দেখে এলাকাবসী পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মান্নানের পরিবার লাশটি মান্নানের বলে সনাক্ত করে।
ঘাটাইল থানার এস আই মোঃ নূরুজ্জামান জানান, লাশটি আর্ধগলিত ছিল। মান্নানের পরিবারের দাবী সে অসাবধানতা বশতঃ পানিতে পড়ে মারা গেছে।