ঘাটাইলে নির্মাণ শ্রমিক খুন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের যোগীহাটি গ্রামের ইনছান আলীর ছেলে নির্মাণ শ্রমিক হেকমত আলীর (৪০) মরদেহ নিজ বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার(১০ অক্টোবর) রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর বাড়ি ফিরে না আসায় বুধবার (১১ অক্টোবর) ভোরে তার বড় ভাই হাসমত আলীর স্ত্রী মলিদা প্রকৃতির ডাকে বাইরে গেলে রক্তাক্ত অবস্থায় হেকমতকে পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার করে। এ সময় বাড়ির অন্যরা এসে হেকমতকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা পিটিয়ে শ্বাসরোধ করে হেকমতকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখন নিশ্চিত হওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, হেকমতের জুয়া খেলার অভ্যাস ছিল। জুয়া সংক্রান্ত কোন বিরোধে এ হত্যাকান্ড সংগঠিত হতে পারে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, হেকমত আলীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এটা নিশ্চিত। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।