পাঁচ মাদক ব্যবসয়ী কে আটক করেছে ঘাটাইল থানার পুলিশ। সোমবার ভোরে ঘাটাইল উপজেলার বীরচারি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
ঘাটাইল থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ মহি উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীরচারি গ্রামের দুলালের বাড়িতে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় । আটককৃত মাদক ব্যবসায়িরা হল, উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্যকর্না গ্রামের নায়েব আলীর ছেলে নাসির উদ্দিন(২৫) ও আরমান খানের ছেলে বিজয় খান রাব্বি(২১), ঘাটাইল পৌরসভার কলেজ মোড় এলাকার আঃ রহমানের ছেলে রুবেল (৩৬) ও শান্তিনগর এলাকার রহিমের ছেলে বাপ্পী(২২) এবং পুকুরিয়া বৈলতৈল গ্রামের মোতালেব খানের ছেলে আল আমিন (২০)।
এ সময় বাড়ির মালিক দুলাল পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।