ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ঘাটাইলে পানিতে ডুবে আল কাহাব নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টায় উপজেলার রসুলপুর গড়ানচালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আল কাহাব উপজেলার রসুলপুর গড়ানচালা গ্রামের মাসুদ রানার ছেলে। সে স্থানীয় মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মর্তুজ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো.মর্তুজ আলী ও স্থানীয়রা জানান, দুপুরে আলকাহাব এলাকার শিশুদের সাথে খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে খালের পানিতে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনসহ এলাকাবাসী ব্রীজের নিচে পানি থেকে তাকে মৃত উদ্ধার করে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ পাইনি।