এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আওতায় ব্র্যাক ঘাটাইল শাখার আয়োজনে ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু। এ সময় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিমা রহমান, সমাজসেবা কর্মকর্তা সানজিদা সুলতানা, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক গোলাম জাকারিয়া, উপজেলা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাখ হোসেন খান শামীম, মোঃ হায়দার আলীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।