ছবিনিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে বাসের ধাক্কায় আতিক (৩৫) এক সিএনজি চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুটিয়া জোড়া ব্রিজে এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক আতিক উপজেলার চৈথট্র এলাকার মৃত ছাত্তার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাকুটিয়া জোড়া ব্রিজে টাঙ্গাইলগামী প্রান্তিক বাসের সঙ্গে মধুপুরগামী সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস-সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস এবং সিএনজিটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।