সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
Homeবিবিধঘাটাইলে বিদ্যুতের খুটির গর্ত খনন করতে গিয়ে মর্টারের গোলা উদ্ধার

ঘাটাইলে বিদ্যুতের খুটির গর্ত খনন করতে গিয়ে মর্টারের গোলা উদ্ধার

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের খুটির গর্ত খনন করতে গিয়ে একটি অবিস্ফোরিত মর্টারের গোলা পাওয়া গেছে।

আজ রবিবার সকাল ১০টার দিকে ঘাটাইল থানার বাউন্ডারির বাহিরে পূর্ব ও দক্ষিন কনারে বিদ্যুতের খুটির গর্ত খননের সময় মর্টার গোলাটির সন্ধান পাওয়া যায়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ সজল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাটাইল থানার বাউন্ডারির বাহিরে পূর্ব ও দক্ষিন কনারে পল্লী বিদ্যুতের কর্মীরা খুটির গর্ত খননের সময় মর্টার গোলাকৃতির একটি লোহার বস্তু দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। থানা পুলিশ সেটি হেফাজতে নেয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ সজল খান জানান, লোহার বস্তুটি অবিস্ফোরিত মর্টারের গোলা। গোলাটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর ঘাটাইল ক্যান্টনমেন্টকে জানানো হয়েছে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -