ঘাটাইলে বিষ পানে ময়না আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা করেছে । সে ঘাটাইলের ৩০ কিলোমিটার পূর্বে ফুলমালির চালা তেবাইদা পাড়া গ্রামে সৌদি প্রবাসী রুবেলের স্ত্রী। মৃতার বড় বোন রত্না (২৮) জানায়, বিগত ৮ মাস আগে তার ছোট বোনের জামাই রুবেল (২৭) সৌদি যায়। সেখান থেকে তার স্ত্রীর কাছে ৫ হাজার টাকা পাঠায়। পরে ঐ টাকা তার শাশুড়ী রূপবানের (৫০) কাছে দেয় সে। এদিকে সৌদি প্রবাসী স্বামী তার মাকে ফোনে ঐ টাকা থেকে ২ হাজার টাকা তার স্ত্রী ময়নাকে দেওয়ার জন্য বলে। বিদেশ থেকে ছেলের রুবেলের কথা মত ঐ টাকা দেয় ঠিকই কিন্তু এতে অনেক ভৎসনা শুনতে হয় ময়নাকে। শুক্রবার বিকালে মৃতার বাবার বাড়ী সখিপুরে কালিয়া পাগলার মোড় থেকে স্বামীর বাড়ী ঘাটাইলে ফুলমালির চালা তেবাইদা পাড়ায় আসে। রত্না আরও জানায়, বাড়ী গেলেই তার শাশুড়ী রূপবান (৫০) ময়নাকে গাল মন্দ দেয়। শাশুড়ী এক পর্যায়ে ময়নার থাকার ঘরে তালা দেয় এবং তাকে খাইতে নিষেধ করে বলে ঘটনাটি ময়না ফোনে তার বড় বোন রত্নাকে জানায়। ঘটনার তদন্তকারী সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশের উপ-পরির্দশক কবির হোসেন জানান, মৃতা শুক্রবার দিবাগত রাতে বিষ পানে আত্মহত্যা করে এবং আলামত হিসেবে মৃতার কাছে বিষের বোতলও পাওয়া যায়। পরে তাকে সখিপুর হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা করে তাকে টাঙ্গাইলে মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করে। নেয়ার পথে সে মারা যায় বলে তিনি জানান। পরে শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতার বড় বোন রত্না বাদী হয়ে মামলা করার প্রস্তুতি চলছিল। লাশ সন্ধ্যে সাড়ে ৭টা পর্যন্ত থানায়ই রাখা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।