শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

ঘাটাইলে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: ‘শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও’- এই শ্লোগান নিয়ে সাত দফা দাবি ও বিড়ি শিল্প রক্ষার্থে টাঙ্গাইলের ঘাটাইলে আঞ্চলিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশন।

শনিবার (১১ মে) সকালে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আলহাজ্ব আতাউর রহমান খানের বাসার সামনে তারা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন- টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাসুম, রুবেল, জাহিদ, শাওন, নাজমুল প্রমুখ। সে সময় বক্তারা বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষনা, আরোপিত শুল্ককর প্রত্যাহারের, বিড়ি ভোক্তার উপর থেকে বিমাতাসুলভ আচরণ বন্ধ, পক্ষপাতিত্বমুলক শুষ্কনীতি বন্ধকরাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধন শেষে বিড়ি শ্রমিকরা স্থানীয় এমপি বরাবর স্মারক লিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন এমপির বাসার তত্ত্বাবধায়ক মো. বাবু মিয়া।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -