রবিবার, মার্চ ২৬, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ দুইজন আটক

ঘাটাইলে ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ দুইজন আটক

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ব্যবসায়ী কহিনূর হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব-১৪ । গতকাল বৃহস্পতিবার রাতেই টাঙ্গাইল র‌্যাব-১৪ তাদেরকে গ্রেফতার করে আজ শুক্রবার সন্ধায় ঘাটাইল থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আটককৃতরা হলো কহিনূর হত্যা মামলার প্রধান আসামী সামী চৌধুরির বড় ভাই ধলাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ববিন হায়দার চৌধারী সাদি (৪৩) ও বায়েজিদ হোসেন বাজে (৪৫)।

স্থানীয়রা জানায়, গত ৮ মার্চ বিকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় কহিনূর মিয়া (৫০) নামে এক ব্যবসায়ি নিহত। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ থানায় মামলা না নেয়াতে লাশ নিয়ে মিছিল ও সড়ক অবরোধ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

পরিবারের অভিযোগ জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘাটাইলের উত্তর ধলাপাড়া গ্রামের কহিনূর মিয়াকে (৫০) বুধবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সামী চৌধুরী। দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার কথা কাটাকাটির এক পর্যায় মারধরের শিকার হন কহিনূর। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই আনিছুর রহমান বলেন, রাতেই তাঁরা থানায় গিয়েছিলেন মামলা করতে,কিন্তু পুলিশ মামলা নেয়নি। সাদী চেয়ারম্যানের পরিবারের দাবী, মারপিটের ঘটনার দিন সাদী চেয়ারম্যান তার পরিবারের সাথে টাঙ্গাইল শহরের বাসায় ছিলেন।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, টাঙ্গাইল র‌্যাব-১৪ মামলার অভিযুক্ত দুইজনকে আটক করার পর আজ শুক্রবার সন্ধ্যায় ঘাটাইল থানায় হস্তান্তর করে। বাকী আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -