ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে জুলহাস(২৮) নামে এক মুদি দোকান ব্যাবসায়িকে ঘরে ডুকে ও হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার(১২ এপ্রিল) গভীর রাতে ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের ছামনা মধ্যপাড়া হাজিবাড়ি এই ঘটনা ঘটে।
আহত জুলহাস (২৮) উপজেলার দিঘর ইউনিয়নের ছামনা মধ্যপাড়া (হাজিবাড়ি) মৃত নিজাম উদ্দিনের ছেলে। পরে গুরুতর আহত ও অচেতন অবস্থায় তাকে টাঙ্গাইল শেখহাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে জুলহাস তার স্ত্রীকে নিয়ে শুশুরবাড়ি দাওয়াত খেতে যায়। দুপুরের খাবার খেয়ে স্ত্রীকে রেখে বিকালেই দোকানে চলে আসে তিনি। বাড়ির পাশেই মাটিকাটা বাজারে তার মনোহারি দোকান। মনোহারির পাশাপাশি বিকাশ ও ফেক্সিলোডের ব্যবসা করেন তিনি। শুক্রবার রাত ১০টায় দোকান বন্ধকরে বাড়ীতে আসেন। পরে মায়ের সাথে রাতের খাবার খেয়ে রাতে একাই নিজের ঘরে ঘুমান যান। আজ শনিবার সকালে জুলহাসকে না দেখে তার মা জুসনা বেগম জুলহাসের ঘরে ডাকতে যান। এ সময় ঘরের দরজা খোলা এবং রক্তাক্ত ও অচেতন অবস্থায় জুলহাসকে বিছানায় পরে থাকতে দেখেন তিনি। পরে তার ডাকচিৎকারে পরিবারে লোকজন এসে জুলহাসকে সাথে সাথেই টাঙ্গাইল শেখহাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
জুলহাসের ছোটভাই জহুরুল জানান, হামলাকারীরা আমার ভাইকে নেশা খাওয়াইয়া ডান পা ও বাম হাতের রগ কেটে দেয় এবং গলায় ও শরিরে জখম করে। এ সময় তার বিকাশের মোবাইল ও সাথে থাকা নগদ টাকা নিয়ে গেছে তারা। আমার ভাই এখনো অচেতন অবস্থায় টাঙ্গাইল হাসপাতালে রয়েছে।
এ বিষয়ে দিঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিষয়ে পুলিশ ও প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন তিনি।
ঘাটাইল থানার এস আই মো.বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত করে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।