রবিবার, ডিসেম্বর ১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে ভিজিএফ’র ৪৩ বস্তা গম উদ্ধার, আটক ২

ঘাটাইলে ভিজিএফ’র ৪৩ বস্তা গম উদ্ধার, আটক ২

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইলের ঘাটাইলে দুস্থদের মাঝে বরাদ্দকৃত ভিজিএফ’র ৪৩ বস্তা (২১৫০ কেজি) গম উদ্ধার করেছে পুলিশ। কালো বাজারে বিক্রির সময় এসব গম উদ্ধার করা হয়।

সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনেহলা ইউনিয়নের খায়ের পাড়া বাজারের মুন্নাফের তেলের মিল থেকে এসব গম উদ্ধার করা হয়।

এ সময় ভিজিএফ’র গম ক্রয় ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অপরাধে খায়ের পাড়া গ্রামের মৃত মুকদম আলীর ছেলে মোজাফফর আলী (৫৫) ও কুরমুশী গ্রামের মরতুজ আলীর ছেলে মুন্নাফকে (৪২) আটক করা হয়। উদ্ধার গমগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাজাহান জানান, গতকাল তার ইউনিয়নে ৫৩৫ বস্তা গমের মধ্যে ৯ বস্তা বাদে ইউপি মেম্বার ও দায়িত্বপ্রাপ্ত টেক অফিসারের উপস্থিতিতে সবগুলো ভিজিএফের গম তালিকা ভুক্তদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।

তিনি দাবি করেন ওই গমগুলো হয়তো পাইকাররা কার্ডধারীদের কাছ থেকে রাস্তায় কিনেছেন। এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান তিনি।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অপরাধে দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -