মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে মাদকের বিরুদ্ধে জনতার সমাবেশ

ঘাটাইলে মাদকের বিরুদ্ধে জনতার সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলের মাদকের বিরুদ্ধে জনতার র‌্যালি ও সমাবেশ অনুঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার কদমতলী ব্যবসায়ীর উদ্যোগে মাদক বিরোধী একটি র‌্যালি বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কদমতলী বণিক সমিতির সভাপতি শামছুল হক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মাকসুদুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কদমতলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি আতা খন্দকার, বণিক সমিতির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য সেলিম প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধী। যে পরিবারে একজন মাদকসেবী রয়েছে সেই পরিবারটির ধ্বংস অনিবার্য। এজন্য প্রত্যেক পরিবারকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -