ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে মালিকবিহীন একটি গরু উদ্ধার করেছে স্থানীয় এক ব্যাবসায়ী। গত দুই মাস পূর্বে উপজেলার হামিদপুর বাজারে খান অটো রাইচ মিল থেকে গরুটি স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন ঐ মিল মালিক আর্নিছ খান। তবে কীভাবে ঐ রাইচ মিলে গরুটি এসেছে তা সে নিশ্চিত করতে পারেনি। গরুটির আনুমানিক বাজার মূল্য ৮০,০০০ টাকার কাছাকাছি হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গরুটি হেফাজতে রাখা সালেংকা গ্রামের আর্নিছ খান বলেন, প্রায় দুইমাস পূর্বে সকাল বেলায় তার রাইচ মিলে একটি গরু ছুটোছুটি করতে দেখতে পান তিনি। তবে আশে পাশে কাউকে না দেখে সন্দেহ হলে গরুটি স্থানীয়দের সহযোগীতায় হেফাজতে নেন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে গরুটি তার হেফাজতে দিয়ে যায়। তাদের ধারণা, সংঘবদ্ধ চোরের দল গরুটি চুরি করে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু স্থানীয়দের আনাগোনা দেখে তারা গরুটি ফেলে পালিয়ে গেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গরুটি উদ্ধার করে সালেংকা গ্রামের আর্নিছ খানের হেফাজতে রাখা হয়েছে।তবে গরুর প্রকৃত মালিক পাওয়া যায়নি। গরুটি কীভাবে ওই এলাকায় এসেছে তাও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।