শুক্রবার, মার্চ ২৪, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঘাটাইলে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধিঃ ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে ঘাটাইল উপজেলায় কালিয়াগ্রামে যুব সমাজের উদ্যোগে মিনি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকালে দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যায় মাঠ প্রাঙ্গনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কালিহাতী চারান একাদশকে ০-১ গোলে পরাজিত করে কালিয়াগ্রাম একাদশ চ্যাম্পিয়ন হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল(৩)ঘাটাইলের সাবেক সংসদ সদস্য সাইদুর রহমান খান মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান রতন,বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন খান, যুবদল নেতা আরিফ সিদ্দিকি, বিশিষ্ট ব্যবসায়ী লিটন সরকার, রনক খান,বাবলু মিয়া,লালমিয়া ও কুদ্দুস পুলিশ প্রমুখ।

অনুষ্ঠানের উদ্ভোদক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক খান রাসেল। উদ্ভোদনী অনুষ্ঠানে রাসেল খান বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।

খেলা পরিচালনা করেন কালিয়াগ্রামের যুব সমাজ। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয় । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের ছাব্বির হোসেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -