নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল: মেঘলা লাইফ ইনসুরেন্সের কোম্পানি লিমিটেড লোকবীমা ডিভিশনের টাঙ্গাইল নর্থ জোনাল অফিসের গ্রাহক ফাতেমা আক্তার। সে জেলার সখীপুর উপজেলার আজিনুলের স্ত্রী। সম্প্রতি তিনি ১৫ হাজার ৬৬০ টাকা করে দুই কিস্তি দিয়ে মৃত্যুবরণ করেন। ফাতেমা মারা যাওয়ায় তার স্বামী আজিনুল নমনী হিসেবে স্ত্রী ফাতেমা আক্তারের করা বীমার মৃত্যু দাবি করেন।
বুধবার (২৪ মে) বিকাল ৩ টায় ঘাটাইল এরিয়া অফিসে আয়োজিত মেঘলা লাইফ ইনসুরেন্সের কোম্পানি লিমিটেড লোকবীমা ডিভিশনের ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ সভায় আজিনুলের দাবির প্রেক্ষিতে ২ লাখ ৩ হাজার ৮৬৬ টাকার চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লোকবীমা ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাজেদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন- লোকবীমা ডিভিশনের উন্নয়ন ও প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. আমিনুর রহমান, টাঙ্গাইল নর্থ জোনাল অফিসের ইনচার্জ সিরাজুল ইসলাম কিসলু প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল এরিয়া অফিসের ইনচার্জ মো. কামরুজ্জামান কোমল, সঞ্চালনা করেন- এ.জি.এম মো. আব্বাস আলী প্রমূখ।