সোমবার, অক্টোবর ৭, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ প্রাণ গেল ২ জনের

ঘাটাইলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ প্রাণ গেল ২ জনের

প্রতিনিধি, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রবিবার (২২ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার দেউলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার মুখ্য গাংগাইর গ্রামের ভ্যানচালক মো. আবুর ছেলে মোহাম্মদ রনি (১৯) ও কদমতলী গ্রামের মেছের আলীর ছেলে শহিদুর (৩০)। রনি ঘাটাইল সরকারি জিবিজি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টার দিকে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী সড়কে ছিটকে পড়ে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেন।

এরপর তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহত রনি ও শহিদুরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নেওয়ার পর বিকেল ৩টার দিকে মোহাম্মদ রনির মৃত্যু হয় এবং আধা ঘন্টাপর অপর মোটরসাইকেলে চালক শহিদুর মারা যায়।

এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় দুইজনকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -