নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা মকবুল হোসেন বাদশা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়াপটল এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাটাইল থানা পুলিশ এ ঘটনার পর ভাতিজা ইয়াসিন ইসলাম (৫০) করিমকে আটক করেছে। ইয়াসিন একই গ্রামের মুনছব আলীর পালকের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরে মকবুল হোসেন কাজ করছিল। সে সময় পূর্বে কলহের জেরে ভাতিজা ইয়াসিন ইসলাম পেছন থেকে গাছের লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইয়াসিনকে আটক করে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করাসহ ও ভাতিজা ইয়াসিনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তার ভাতিজা ভাতিজাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কেউ অভিযোগ করেনি। এনিয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।