বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঘাটাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হয়েছে। রাত ১২টা এক মিনিটে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও সামাজিক রাজনেতিক নেতৃবৃন্দ কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সূর্য উদয়ের সাথে সাথে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী প্রভাত ফেরির মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, বেসরকারী, সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত, উপজেলা প্রশাসন শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরি উপজেলা চত্বর থেকে পৌর এলাকা প্রদক্ষিন শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও ইরতিজা হাসানের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল (৩) ঘাটাইল আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কশিনার ভ্থমি কিশোর কুমার দাশ, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি) আবু ছালাম মিয়া পিপিএম, ইন্সপেক্টর (তদন্ত) সজল খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা মাধ্যমিক অফিসার মো. শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক খলিলুর রহমান তালুকদার, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাবু সহ প্রশাসনের উচ্চ পদস্ত কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -