নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের ঘাটাইলে শোক দিবসের খিচুড়ির ডেকচিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আনেহলা ইউনিয়নের যোগিহাটী গ্রামে। শিশুটি যোগিহাটী গ্রামের হাসমত আলী গুটুর ছেলে মাঈনুল ইসলাম (৩)। এ ঘটনায় তার আপন বড় ভাই নাজমুল হোসেনও (৭) গুরুত্বর দগ্ধ হয়েছে। দগ্ধ নাজমুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আনেহলা ইউনিয়নে যোগীহাটি গ্রামে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার মোঃ লুৎফর রহমানের আয়োজনে অনুষ্ঠান চলছিল। বিকাল তিনটার দিকে রান্না চলাকালিন সময়ে অন্যান্য শিশুদের ন্যায় দুই সহোদর মাঈনুল ও নাজমুল রান্না করার দৃশ্য দেখতে যায়। রান্না চলাকালিন সময় চুলার উপরে থাকা খিচুড়ির ডেকচিতে অন্যান্যর সাথে উকি দিলে শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে দুই ভাই গরম খিচুড়ির ডেকচিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মাঈনুল ইসলাম সেখানে মারা যায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মোশাররফ হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।