শনিবার, মার্চ ২৫, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে স্ত্রীর অত্যাচার সইতে না পেরে বিষ খেয়ে জীবন দিলেন স্বামী

ঘাটাইলে স্ত্রীর অত্যাচার সইতে না পেরে বিষ খেয়ে জীবন দিলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর অত্যাচার সইতে না পেরে টাঙ্গাইলের ঘাটাইলে শামছুল হক (৬৫) নামে এক বৃদ্ধ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ি (দানিবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। শামছুল হক ওই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, বৃদ্ধ শামছুল হক তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বিজলঙ্গী গ্রামের মিন্টু মিয়ার মেয়ে মিনা খাতুনকে বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী মিনা খাতুনের দম্পতি জীবনে শামছুল হকের দুই ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। সংসার জীবনে তাদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। হয়তো স্ত্রী অত্যাচার সহ্য করতে না পেরে সে বিষ খেয়ে করে আত্মহত্যা করে থাকতে পারে।

এ ব্যাপারে ঘাটাইল উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইগত বিষয় প্রক্রিয়াধীন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -