রবিবার, ডিসেম্বর ১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে ৬ লাখ ৮০ হাজার টাকার চায়না জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

ঘাটাইলে ৬ লাখ ৮০ হাজার টাকার চায়না জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর ও দেওপাড়া ইউনিয়নের গুঁয়াপচা বিলে ৬লক্ষ ৮০হাজার টাকার চায়না জাল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মৎস্য বিষয়ক আইনের ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন।

সোমবার (২৭শে জুন) দুপুরে উপজেলার দেওপাড়া ইউনিয়নের বারইপাড়া গুঁয়াপচাবিলে ও হামিদপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন জানান, উপজেলার বিভিন্ন এলাকায় চায়না জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে দেশীয় মাছের পোনা এবং ক্ষুদ্র জলজ প্রানী শিকার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ বাস্তবায়নে উপজেলার দেওপাড়া ইউনিয়নের বারইপাড়া গুঁয়াপচা বিলে ও হামিদপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -