সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইল উপজেলা পরিষদে ডিজিটাল হাজিরার উদ্বোধন

ঘাটাইল উপজেলা পরিষদে ডিজিটাল হাজিরার উদ্বোধন

 

ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদে ডিজিটাল হাজিরার উদ্ভোধন করেছেন জেলা প্রশাসক মোঃ নুরুল আমিন খান। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ পরিদর্শনে এসে ডিজিটাল হাজিরার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন তিনি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন নিজে প্রথম ডিজিটাল হাজিরা প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, সহকারি কমিশনার (ভূমি ) আম্বিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী এ কে এম হেদায়েত উল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আঃ মতিন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক,জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিমা আখতার প্রমূখ। এর পর তিনি উপজেলা পরিষদের শিশু পার্ক উদ্ভোধন করেন এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। শেষে তিনি ঘাটাইল পৌরসভা কার্যালয়, ঘাটাইল গণ মডেল উচ্চ বিদ্যালয় ও লোকেরপাড়া আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -